রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনা পৌরসভায় নাগরিক সভা অনুষ্ঠিত 

বরগুনা প্রতিনিধি

বরগুনা পৌরসভায় নাগরিক সভা অনুষ্ঠিত 

বরগুনা পৌরসভাধীন নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে নাগরিক সভা মঙ্গলবার (৩০ এপ্রিল) বরগুনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাগরিক সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা পৌরমেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সভায় বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, দৈনিক দীপাঞ্চলের সম্পাদক মোশাররফ হোসেন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক কাশপিয়া দেবনাথ, বিথী হাওলাদার পূজা প্রমুখ।

নাগরিক সভা সঞ্চালনায় ছিলেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু। সভায় বক্তারা বরগুনা পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি বরগুনা পৌরমেয়র নাগরিক সমাবেশে বেশ কিছু সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

টিএইচ